চিগুম্বুরার পরিবর্তে অধিনায়ক মাসাকাদজা


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১৭ জানুয়ারি ২০১৬

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মুর্তজা। তবে ইনজুরির কারণে এ ম্যাচে খেলছেন না জিম্বাবুয়ে দলের নিয়মিত অধিনায়ক এলটন চিগুম্বুরা। তার পরিবর্তে সফরকারী দলের অধিনায়কত্ব করছেন হ্যামিল্টন মাসাকাদজা।

এদিন নিমিত অধিনায়ক এল্টন চিগুম্বুরার আকস্মিক ইনজুরির কারণে শেষ মুহূর্তে তাকে দল থেকে বাদ দিতে বাধ্য হয় সফরকারীরা। চিগুম্বুরা ছাড়াও একাদশ থেকে আরও দুটি পরিবর্তন করেছে জিম্বাবুয়ে। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন সিকান্দার রাজা ও লুক জংউই। আর তাদের পরিবর্তে দলে ঢুকেছেন রিচমন্ড মুতুমবামি, নেভিল মাদজিভা ও তাউরাই মুজারাবানি।

অপরদিকে আগের দিনের একাদশ নিয়েই খেলতে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে কিছু পরিবর্তনের আভাষ থাকলেও শেষ মুহূর্তে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে টাইগাররা।

আরটি/এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।