রেলে হামলাকারীরা মানবতাবিরোধী : রেলমন্ত্রী


প্রকাশিত: ১২:১৭ পিএম, ১৬ জানুয়ারি ২০১৬

রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, যারা রেল স্টেশনে হামলা-অগ্নিসংযোগ করেছে তারা শান্তি বিরোধী ও মানবতাবিরোধী।

শনিবার বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, যারা উন্নয়নে বিশ্বাস করে না, যারা স্বাধীনতাবিরোধী তারাই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেলমন্ত্রী আরো বলেন, সেদিনের হামলায় রেলওয়ে স্টেশনের প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা সময়ের ব্যবধানে ক্ষতিপূরণে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবো।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়াবাসী স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে। রেলের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী, তারা ধ্বংসযজ্ঞে বিশ্বাস করে। তারা রেলের উন্নয়নের ধারাকে ব্যাহত করার জন্য নানা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে।

এ সময় মন্ত্রী এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে অচিরেই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি দেয়ার আশ্বাস দেন।

রেলমন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম এ মাসুদসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাদ্রাসা ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনসহ শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে হাজারো বিক্ষুব্ধ মাদ্রাসা শিক্ষার্থী।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।