বিইউপি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৬ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর মিরপুরের বিইউপি প্লাজায় ফেয়ারটি অনুষ্ঠিত হয়। ক্যারিয়ার ক্লাব আয়োজিত ফেয়ারটিতে দেশের শীর্ষ স্থানীয় ১৭টি প্রতিষ্ঠান অংশ নেয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) মেজর জেনারেল শেখ মামুন খালেদ ফেয়ারের উদ্বোধনকালে বলেন,  চাকরির বাজার এখন অনেক বেশি কঠিন। এখানে টিকে থাকতে হলে এ ধরণের যুগোপযোগী উদ্যোগ নেয়া বাঞ্ছনীয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহসহ  রেজিস্ট্রার, সকল অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক, সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
 
ফেয়ারে অংশগ্রহণকারী ১৭ টি প্রতিষ্ঠান তাদের শূন্য পদের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করে। এই ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠানে বিপুল সংখ্যক চাকরি প্রার্থী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এনএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।