আখেরি মোনাজাতে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছে বিশ্ব ইজতেমার আয়োজক কর্তৃপক্ষ। আখেরি মোনাজাত উপলক্ষে পুলিশের পক্ষ থেকে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
এছাড়া মুসল্লিদের যাতায়তের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে ৩০টি শাটল বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পিপিএম (বার) শনিবার দুপুরে সাংবাদিকদের জানান, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে। ইজতেমা মাঠে প্রবেশের ১৭টি রাস্তায় পাঁচ স্তরে নিরাপত্তা তল্লাশি পেরিয়ে মুসল্লিদের মাঠে প্রবেশ করতে হচ্ছে।
প্যান্ডেলের ভেতর ও বাইরে মুসল্লি বেশে রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রায় এক হাজার সদস্য। পাঁচটি স্তরে নিরাপত্তা দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইজতেমা ময়দানের সব প্রবেশ পথে ক্লোজ সার্কিট ক্যামেরা ও বিভিন্ন পয়েন্টে পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে শনিবার মধ্য রাত থেকে মোনাজাত শেষে বিকেল পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত, টঙ্গী কালিগঞ্জ সড়কের মিরের বাজার থেকে স্টেশন রোড পর্যন্ত, কামারপাড়া থেকে আশুলিয়া পর্যন্ত এবং বিমানবন্দর থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত সকল ধরনের যানচলাচল বন্ধ থাকবে।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ আরও জানান, যেহেতু ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা-কালীগঞ্জ সড়ক বন্ধ থাকবে সে জন্য সুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে জেলা পুলিশের পক্ষ থেকে ৩০টি শাটল বাস চলাচল করবে।
মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস