ওয়ানডে ক্রিকেটেও গোলাপী বল!


প্রকাশিত: ০৫:০৪ এএম, ১৬ জানুয়ারি ২০১৬

টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে ১৩৮ বছরের ঐতিহ্য ভেঙে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের দিবারাত্রির ম্যাচে ব্যবহার করা হয়েছে গোলাপী বল। এবার টেস্টের পর ওয়ানডে ক্রিকেটেও গোলাপী বল ব্যবহারের কথা বললেন ভারতীয় ব্যাটিং লিজেন্ড সুনীল গাভাস্কার।

অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে চলতি সিরিজের প্রথম দুই ওয়ানডেতে মোট ১২শ’র বেশি রান হওয়ার পর সাদার পরিবর্তে গোলাপী রঙ্গের বল ব্যবহারে মনোযোগী হওয়ার পরামর্শ দেন ভারতের সাবেক এই অধিনায়ক।

ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেন,  সাদা বলে বোলারদের করার কিছুই থাকছে না। আমি মূলত এটাকে ‘কিছু না করার বল’ হিসেবে অভিহিত করছি, যা সফল ও আনন্দদায়ক হতে পারে তা হলো গোলাপী বল। এটা সীমিত ওভারের ক্রিকেটে ব্যবহার করা যেতে পারে। এমনকি এটা ব্যাট-বলে ভারসাম্য আনতে পারে।

তবে গোলাপী বল শুরু করার আগে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে বলে মনে করছেন ৬৬ বছর বয়সী গাভাস্কার। পরীক্ষামূলক একটা টুর্নামেন্ট হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগেও (আইপিএল) এটা ব্যবহার করা যেতে পারে উল্লেখ করেন তিনি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।