কেমন যাবে ২০১৬ : নস্ট্রাডামাসের ১০ ভবিষ্যত বাণী
ফরাসী দার্শনিক হলে আকা নস্ট্রাডামাস। যিনি পৃথিবীর বিভিন্ন ঘটনা সম্পর্কে আগে থেকেই ভবিষ্যত বাণী করেছিলেন। যার অনেক ঘটনাই মিলে গিয়েছিল। যেমন ৯/১১-তে পেন্টাগন ভেঙে যাওয়ার ঘটনা তাঁর ভবিষ্যত বাণীর সঙ্গে মিলেছিল। এমনকি সুনামিও মিলে গিয়েছিল তাঁর বাণীর সঙ্গে। ২০১৬ সালের জন্যও তিনি অনেক ভবিষ্যত বাণী করেছিলেন। কিন্তু তার মধ্যে থেকে ১০টি বিশেষ ভবিষ্যদ্বাণী নিচে দেওয়া হল...
১০. আমেরিকার শেষ রাষ্ট্রপতি ওবামা
নসট্রাডামাস ভবিষ্যত বাণী করেছিলেন যে বারাক ওবামাই হবেন যুক্তরাষ্ট্রে শেষ রাষ্ট্রপতি। ২০১৩ সালে ভোটে জিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হন ওবামা। তিনি যদি শেষ রাষ্ট্রপতি হয়ে থাকেন তাহলে কি যুক্তরাষ্ট্রের শাসন ভার দেওয়া হবে অন্য কোনও দেশের ওপর?
৯. আবহাওয়ার পরিবর্তন
পৃথিবীতে আবহাওয়ার পরিবর্তন হওয়ার কথাও তিনি বলেছিলেন। তিনি এও বলেছিলেন, সমুদ্রের জল স্থলে উঠে আসবে। এই ঘটনার সাক্ষী অবশ্য আমরা প্রায়েই হয়েছি। এমনকি ২০১৫ সালে সারা পৃথিবীতে এলনিনো চলার জন্য আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন হতে থাকে।
৮. স্থলের পরিবর্তন
পৃথিবীর ভূস্তরের পরিবর্তন ঘটার কথাও তিনি বলেছিলেন। বিজ্ঞানীরা যেটাকে সুনামি এবং ভূমিকম্পের ফলে হওয়া ভূস্তর পরিবর্তনের কথা বলেছেন।
৭. মধ্য পূর্ব এশিয়ার দেশগুলিতে আগুন
নস্ট্রাডামাস মধ্য এশিয়ার পূর্ববর্তী দেশগুলিতে আগুন লাগার একটি আশঙ্কার কথা প্রকাশ করেন। ২০১৬ সালে মধ্য এশিয়ার দেশগুলো ভোট নিয়ে উত্তাল হয়ে উঠত পারে।
৬. পৃথিবীর ধ্বংস
ইরাকের যুদ্ধের পরে পৃথিবী ধ্বংস হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সম্ভবত এই বছরেই ধ্বংস হতে পারে পৃথিবী।
৫. হোয়াইট হাউজের খেলা
হোয়াইট হাউজের খেলা পৃথিবী ধ্বংসের কারণ হতে পারে। মধ্যপ্রাচ্যের দেশ থেকে শুরু হবে এই ধ্বংসলীলা। যার মূল কারণ হল মধ্য প্রাচ্যের দেশগুলোতে জঙ্গি হানা।
৪. বরফের গলন
সুমেরু এবং কুমেরুতে বরফ গলে যাওয়ার ফলে সমগ্র পৃথিবী জলের তলায় চলে যেতে পারে। সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, অ্যান্টার্টিকায় বরফ গলে যাওয়ার ফলে জলস্তর খুব বেড়ে যেতে শুরু করেছে।
৩. ইসরাইলের ভাগ্য
ইসরাইলের ভাগ্যের কথা সঠিকভাবে কিছু বলা হয়নি। তবে যে টুকু তিনি ভবিষ্যত বাণী করেছেন তা থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্র ইসরাইলকে যুদ্ধে সাহায্য করতে পারে।
২. শান্তি ঘোষণা রাশিয়াতে
রাশিয়াতে শান্তি ঘোষণা করা হবে। তবে এই ভবিষ্যত বাণীর সঙ্গে অনেকেই দ্বিমত রয়েছেন। কারণ ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়ার যুদ্ধের ফলে আদৌ রাশিয়াতে শান্তি আসবে কিনা সেটাই আসল প্রশ্ন।
১. মধ্যপ্রাচ্যের আকাশে বিস্ফোরণ
২০১৬ সালে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিভিন্ন বিস্ফোরণ ঘটার আশঙ্কা রয়েছে। এমনকি আকাশে বিস্ফোরণ ঘটার আশঙ্কা রয়েছে। ২০১৪ সালের ৮ মার্চ মালয়েশিয়ার একটি যাত্রীবাহী বিমান আকাশের মাঝেই হারিয়ে যায়। জি নিউজ
এএ/এমএস