গাজীপুরে অগ্নিকাণ্ডে ১২ দোকান ভস্মিভূত


প্রকাশিত: ০৪:০৯ এএম, ১৬ জানুয়ারি ২০১৬

গাজীপুর মহানগরীর গাছার জয়বাংলা রোড এলাকায় অগ্নিকাণ্ডে ঝুটের গুদাম, সুতা তৈরির ছোট একটি কারখানার মেশিনপত্র এবং ১২টি দোকান পুড়ে গেছে। জয়দেবপুর ও টঙ্গী ফায়ারস্টেশনের পাঁচটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভান। শনিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জাগো নিউজকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে ওই ঝুটের গুদামে আগুন লাগে। পরে তা মুহুূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশে থাকা সুতা তৈরির কারখানা এবং আশপাশে ১০-১২টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে ঝুট ও সুতা তৈরির মেশিনসহ ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সিগারেটের আগুন থেকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
                        
মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।