বাগেরহাট থেকে ২৬ লাখ টাকার ডাল লুট


প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৫ জানুয়ারি ২০১৬

বাগেরহাটের বিসিক শিল্প নগরীর একটি মিল থেকে ট্রাক যোগে ৫৬২ বস্তা মুশুরের ডাল লুটে নিয়েছে সংঘবদ্ধ দুবৃর্ত্তরা। শুক্রবার রাতে বিসিকে`র মেসার্স শক্তি ডাল মিলে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের এই ডাল লুটের ঘটনা ঘটে। দুবৃর্ত্তরা মিলের গুদামের গেট ভেঙে প্রবেশ করে দুই  শ্রমিককে বেঁধে রেখে ডাল লুটে নেয় বলে অভিযোগ করেন মিলের মালিক স্বপন কুমার বসু। লুট হওয়া ডালের মূল্য প্রায় ২৬ লাখ টাকা। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মিলের তিন শ্রমিককে মুকুল মন্ডল (২৫), তাপস মন্ডল (৩৭) ও  উত্তম কুমার পালকে (৩০) আটক করেছে।

বাগেরহাট শহরের বিশিষ্ট ব্যাবসায়ী ও শক্তি ডাল মিল মালিক স্বপন কুমার বসু জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে মিলের গোডাউনের গেট ভেঙে ভেতরে ঢুকে দু’জন শ্রমিককে বেঁধে ফেলে দুবৃর্ত্তরা। পরে তারা ২৫ কেজির ৪০৩টি ও ৫০ কেজির ১৫৯টি মুশুর ডালের বস্তা ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়।

বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খাঁন বলেন, খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য মিলের ৩ শ্রমিককে আটক করা হয়েছে। ঘটনাটি সন্দেহজনক উল্লেখ্য করে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

শওকত বাবু/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।