অস্ট্রেলিয়ার টার্গেট ৩০৯


প্রকাশিত: ০৭:২৬ এএম, ১৫ জানুয়ারি ২০১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা ও আজিঙ্কা রাহানের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৮ রান করছে ধোনি বাহিনী। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ৩০৯ রান।

শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্রিসবেনে সকালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ৯ রানে সাজঘরে ফিরে যান ওপেনার শেখর ধাওয়ান। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে রোহিত শর্মা ও বিরাট কোহলি মিলে ১২৫ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে দলকে এগিয়ে নেন। ব্যক্তিগত ৫৯ রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন কোহলি।

এরপর রাহানেকে সাথে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান রোহিত। রাহানে ৮৯ রানে আউট হলেও রোহিত তার ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নেন। ১২৭ বল খেলে ১১টি চার ও ৩টি ছক্কায় ১২৪ রানের ইনিংস খেলেন। শেষ দিকে আর কেউ রান না পেলে ৩০৮ রানেই শেষ হয় ভারতের ইনিংস। বল হাতে অস্ট্রেলিয়ার জেমস ফকনার ২টি উইকেট নেন।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।