নেত্রকোনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দলিল হস্তান্তর


প্রকাশিত: ০২:১২ পিএম, ১৪ জানুয়ারি ২০১৬

নেত্রকোনার ছয়টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের জন্য দুপুরে জমি বরাদ্দের দলিল হস্তান্তর করা হয়েছে।

নেত্রকোনা জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডারদের হাতে ভবন নির্মাণ প্রকল্পের দলিল হস্তান্তর করেন। এরমধ্যে খালিয়াজুরী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য ১০ শতাংশ জমি, দুর্গাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য সোয়া আট শতাংশ, বারহাট্টা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য ৯ শতাংশ, আটপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য ১৩ শতাংশ, কলমাকান্দা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য আট শতাংশ ও কেন্দুয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য সোয়া আট শতাংশ জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

নির্ধারিত স্থানে দ্রুত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ শুরু হবে বলে জানান জেলা প্রশাসক।   

কামাল হোসাইন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।