এবার প্রাণের পণ্য যাবে ইয়েমেনে


প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৪ জানুয়ারি ২০১৬
প্রাণ এর প্রধান রফতানি কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং আলমুশারা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাশেম আলমুশারা

ইয়েমেনে প্রাণ এর পণ্য সরবরাহে দেশটির আলমুশারা কোম্পানির সঙ্গে প্রাণ এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত সোমবার ঢাকায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি সম্পাদিত হয়।

এ চুক্তির ফলে প্রথমবারে মতো মধ্যপ্রাচ্যের এ দেশটিতে প্রাণ এর পণ্য পাওয়া যাবে। চুক্তির আওতায় আলমুশারা কোম্পানি বছরে প্রায় ২ দশমিক ১ মিলিয়ন ইউএস ডলার সমমূল্যের প্রাণ এর বিভিন্ন পণ্য ক্রয় করবে।
 
প্রাণ এর প্রধান রফতানি কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং আলমুশারা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাশেম আলমুশারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসব পণ্যের মধ্যে থাকবে প্রাণ এর জুস ও ড্রিংকস এবং বিভন্ন ধরনের কনফেকশনারি আইটেম যেমন ললিপপ, বাবলগাম, টমক্যান্ডি, চকোচকো ও বিভিন্ন ধরনের বিস্কুট।   

মিজানুর রহমান জানান, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রাণ পণ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে। প্রাণের পণ্য বর্তমানে বিশ্বের ১২১টি দেশে রফতানি হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাণ এক্সপোর্ট লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা আরিফুর রহমান, জ্যেষ্ঠ কর্মকর্তা এহসানুল সিদ্দিক, আলমুশারা কোম্পানির মুহতাসিম ও নাবিল হাসান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।