বঙ্গবন্ধু আদালতকে অশ্রদ্ধা করেননি: আইনমন্ত্রী


প্রকাশিত: ১১:০৮ এএম, ১৪ জানুয়ারি ২০১৬

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর প্রতি পাকিস্তানের আদালত অবিচার করেছে, তারপরও বঙ্গবন্ধু সেই আদালতের প্রতি কোনোদিন অশ্রদ্ধা করেননি। বৃহস্পতিবার জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা ছিল বলেই দেশ স্বাধীন হবার পর ৯ মাসের মধ্যে বাংলাদেশকে একটি সংবিধান তৈরি করে দিয়েছেন এবং সেই সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন।

আইনমন্ত্রী আরও বলেন, ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সেই গণতন্ত্র এবং আইনের শাসন বন্ধ করে দেয়া হয়েছিলো। যে কারণে ২১ বছর বঙ্গবন্ধু হত্যার এজাহার পর্যন্ত করা হয়নি এবং বিচারের জন্যও আইনজীবী নিয়োগে কার্পণ্য দেখানো হয়েছে। অথচ তার কন্যা শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠায় পিছুপা হননি। তিনি এ ব্যাপারে নিরলস কাজ করে যাচ্ছেন।  

জামালপুর জেলা ও দায়রা জজ জেসমিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল করিম হীরা, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, নবনির্বাচিত পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, কেন্দ্রীয় বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এইচ আর জাহিদ আনোয়ার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাসের প্রমুখ।

শুভ্র মেহেদী/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।