প্রীতি ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ২৬ মার্চ ২০২২

তিনদিন আগে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে কেনিয়াকে হারিয়ে দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। অতিথি দলগুলো বাংলাদেশ থেকে বিদায় নিলেও থেকে যায় শুধু নেপাল।

কারণ, বাংলাদেশ কাবাডি ফেডারেশন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নেপালের সঙ্গে আয়োজন করেছিল একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের। শনিবার সেই প্রীতি ম্যাচে সহজেই নেপালকে হারিয়েছে ৫১-২৭ পয়েন্টে। বাংলাদেশ প্রথমার্ধে ২০-১৬ পয়েন্টে এগিয়েছিল।

বাংলাদেশের যে দলটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলটি অবশ্য খেলেনি প্রীতি ম্যাচটিতে। বঙ্গবন্ধু কাপে যারা খেলার সুযোগ পাননি তাদের বেশিরভাগ খেলোয়াড় নিয়ে গড়া দলটিই উড়িয়ে দিয়েছে নেপালকে।

বঙ্গবন্ধু কাপ হয়েছিল পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে। এই প্রীতি ম্যাচটি অবশ্য হয়েছে কাবাডি স্টেডিয়ামেই। ভিন্ন গ্রুপে থাকার কারণে টুর্নামেন্টে বাংলাদেশ ও নেপালের মধ্যে দেখা হয়নি। প্রীতি ম্যাচের মাধ্যমে দুই দলের শক্তির একটা পরীক্ষাও হয়ে গেলো বাংলাদেশর স্বাধীনতা দিবসে।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।