সিনেপ্লেক্সে এক দিনে মুক্তি পাচ্ছে দুই ছবি


প্রকাশিত: ১০:২২ এএম, ১৪ জানুয়ারি ২০১৬

অ্যানিমেশন ছবি দেখতে পছন্দ করেন না- এমন মানুষ খুব কমই আছে। আর যদি এমন কোনো ছবি হয় যেটা অ্যানিমেশন না, অথচ কিছু প্রাণী কথা বলছে, অভিনয় করছে, তখন কেমন হয়!

‘আলভিন অ্যান্ড দ্য চিপমাঙ্কস’ ঠিক তেমনই মজার, হাসির ও দারুণ কাহিনীর উপর নির্মিত একটি ছবি। বাংলাদেশের অ্যানিমেশন ছবির ভক্তদের জন্য আনন্দের সংবাদ হলো, ছবিটির নতুন সিক্যুয়াল ‘আলভিন অ্যান্ড দ্য চিপমাঙ্কস : দ্য রোড চিপ’ আসছে ঢাকায়। ১৫ জানুয়ারি স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই দিনে তারা মুক্তি দিচ্ছে চীনে রেকর্ড আয় করা ছবি ‘মনস্টার হান্ট’ ছবিটিকেও।

বিশ্বজুড়ে অগণিত দর্শকের প্রিয় ‘আলভিন অ্যান্ড দ্য চিপমাঙ্কস’ সিরিজের চতুর্থ ছবি ‘দ্য রোড চিপ’। গেল ১৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর ছবিটি দর্শকদের কাছে ভালো সাড়া পায়। ৯০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি এরইমধ্যে আয় করেছে ১১২ মিলিয়ন ডলারের বেশি। ওয়াল্ট বেকারের পরিচালনায় এবারের ছবিতেও কণ্ঠ দিয়েছেন জাস্টিন লং, ম্যাথিউ গ্রে গাবলার, জেসি ম্যাকার্টনি, ক্রিস্টিনা অ্যাপ্লিগেইট প্রমুখ।

আলভিন, সিমন এবং থিওডোরকে নিয়ে ডেভের নতুন অভিযানের গল্প নিয়ে নির্মিত হয়েছে এবারের ছবির মূল পটভূমি। ডেভকে বাঁচাতে আলভিনদের নানা চড়াই-উৎরাই পার হতে হয়। চিপমাঙ্কস বা কাঠবিড়ালী নিয়ে চলচ্চিত্র এর আগেও হয়েছে, কিন্তু এই সিনেমার বৈশিষ্ট্য হচ্ছে, এতে যে কণ্ঠ ব্যবহার করা হয়েছে তা মোডিফাই করে পুরোপুরি অন্যরকমভাবে দর্শকের সামনে পরিবেশন করেছেন পরিচালক।

শুধু তাই নয় সেই কণ্ঠে আবার সুরও দেয়া হয়েছ। গত তিন পর্বে এই সব নিয়েই ছিল সিনেমার মূল কাহিনী, কিন্তু এবার আলভিন, সিমন এবং থিওডোরের অভিযান কিছুটা অন্যরকম। কারণ এবার ডেভকে তার নতুন প্রেমের সম্পর্ক  থেকে বের করে আনতে চায় তারা। আর এজন্যই ডেভের প্রেমিকার ছেলের সাথে তারা এক রোড ট্রিপে যায়। এই রোড ট্রিপে ঘটে যাওয়া নানা মজার কাহিনী ছবিটিকে দর্শকদের কাছে আনন্দময় করে তোলে।

অন্যদিকে, ফ্যান্টাসি ঘরানার চলচ্চিত্র ‘মনস্টার হান্ট’ গেল জুলাইয়ে চীনে মুক্তি পাওয়ার পর বছরের সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। ২০১৫ সালে ছবিটির আয় দাঁড়িয়েছে ২ দশমিক ৪৩ বিলিয়ন ইউয়ান। সমগ্র চীনে সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্রে পরিণত হয়েছে ‘মনস্টার হান্ট’। এর মধ্য দিয়ে দেশটিতে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের ৭ম পর্বটির গড়া রেকর্ড ভেঙে গেছে।

মার্কিন এই মারদাঙ্গা ছবিটি চীনের সর্বকালের ১০টি ব্যবসাসফল ছবির তালিকায় স্থান করে নিয়েছে। গেল সেপ্টেম্বর মাসেই এর আয়কে ছাড়িয়ে যায় ‘মনস্টার হান্ট’।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।