ঠাকুরগাঁও সুগারমিলে আখ মাড়াই বন্ধে চাষিদের ক্ষোভ
যান্ত্রিক ত্রুটির কারণে টানা পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে ঠাকুরগাঁও সুগার মিলের আখ মাড়াই কার্যক্রম। মিল বন্ধ থাকায় আখ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা।
গত শনিবার থেকে মিলটি সমস্যা নিয়ে মাঝে মাঝে চলতে থাকে আবার বন্ধ হয়ে যায়। এভাবে গত মঙ্গলবার মিলটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়।
চলতি মৌসুমে ৯০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ছয় হাজার ৫২৫ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ২২ হাজার ৭শ` মেট্রিকটন আখ মাড়াই করে এক হাজার ৫০ মেট্রিকটন চিনি উৎপাদনের পর বন্ধ হয়ে যায় মিলটি। মিলটি বন্ধ থাকায় জেলার আখ চাষিরা পাঁচদিন ধরে মিলগেটে আখ এনে সরবরাহ করতে না পারায় বিপাকে পড়েছেন। দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। মাঠে ৫১টি কেন্দ্রে ক্রয়কৃত আঁখ পড়ে রয়েছে।
চাষিদের অভিযোগ, মিল কর্তৃপক্ষ চাষিদের সঙ্গে সমন্বয় না করায় হয়রানীর শিকার হচ্ছেন তারা। গত ১৮ ডিসেম্বর মিলটি আনুষ্ঠানিকভাবে চালু করার পর যান্ত্রিক ত্রুটির কারণে এ পর্যন্ত ৯ দিন বন্ধ থাকে।
কেন্দ্রীয় আঁখ চাষি সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম জাগো নিউজকে জানান, অবিলম্বে মিলটি মেরামত করে চাষিদের কাছ থেকে আঁখ নেয়ার জন্য কর্তৃপক্ষকে আমরা চাপ দিয়েছি।
এ বিষয়ে সুগারমিলের প্রকৌশলী এনায়েত হোসেন জাগো নিউজকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে মাঝে মাঝে মিলটি বন্ধ হয়ে যাচ্ছে। মেরামতের জন্য বিভিন্ন মিল থেকে দক্ষ মেকানিক্স নিয়ে আসা হচ্ছে। তিন দিনের মধ্যে মেরামত শেষ হবে বলে আশা করছি। ক্রয়কৃত আঁখ পঞ্চগড় ও সেতাবগঞ্জ চিনি কলে পাঠানো হচ্ছে।
রবিউল এহ্সান রিপন/এমজেড/পিআর