ডিভাইস নিয়ন্ত্রণের ডিভাইস উদ্ভাবন করলেন জিকু


প্রকাশিত: ০৪:২৩ পিএম, ১৩ জানুয়ারি ২০১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাবুল হাসান জিকু (২৪) এসএমএস দিয়ে ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ন্ত্রণের ডিভাইস উদ্ভাবন করেছেন। ছয় মাসের প্রচেষ্টায় এ ডিভাইসটি উদ্ভাবন করেন তিনি।

মাহাবুল হাসান জিকু সাংবাদিকদের জানান, এ ডিভাইসের মাধ্যমে বাসাবাড়িসহ যেকোনো ইলেক্ট্রনিক্স যন্ত্র নিয়ন্ত্রণ করা যাবে। ডিভাইসটি দিয়ে এসএমএস এর মাধ্যমে যেকোনো যন্ত্র নিয়ন্ত্রণ করা যাবে। যেকোনো সিম দিয়ে অন/অফ লিখে এসএমএস করতে হবে জিএসএম মডিউলের সঙ্গে সংযুক্ত সিমের নম্বরটিতে। এসএমএস এর মাধ্যমেই ইলেক্ট্রনিক্স ডিভাইসটি বন্ধ ও চালু হবে।

তিনি আরও বলেন, যন্ত্রটিতে এমনভাবে প্রোগ্রামিং করা হয়েছে যেখানে বন্ধ ও চালু হওয়া ডিভাইসটির সঙ্গে উদ্ভাবনকৃত যন্ত্রটির জিএসএম মডিউল, ট্রানজিস্টরের মাধ্যমে সম্পর্ক ও সুইচিং করবে। এতে বিশ্বের যেকোনো স্থান থেকে ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে।

ক্ষুদে বার্তার মাধ্যমে কোনো যন্ত্র অন/অফ করলে জিএসএম মডিউলের সঙ্গে সংযুক্ত সিম থেকে যন্ত্রের মালিকের সিমে নিশ্চিতকরণ বার্তা আসবে। উদ্ভাবনকৃত যন্ত্র দিয়ে বাসাবাড়ির লাইট, ফ্যান, এসি, রেফ্রিজারেটর, ইলেক্ট্রনিক পাম্পসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও ইলেক্ট্রিক্যাল যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা যাবে। প্রাথমিক পর্যায়ে এই যন্ত্র দিয়ে ১৫/১৭টি ডিভাইস নিয়ন্ত্রণ সম্ভব বলেও জানান তিনি।


তিনি আরও জানান, এ ডিভাইসটি উদ্ভাবন করতে তার সময় লেগেছে ছয় মাস। উন্নতমানের যন্ত্রাংশের সাহায্যে নির্মিত ডিভাইসটি উদ্ভাবন করতে খরচ হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা। তবে আরও গবেষণা করে এর খরচ ও আকৃতি কমানো সম্ভব বলে জানান জিকু।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মাহাবুল হাসান জিকু চুয়াডাঙ্গা জেলার জেলার দামুঢ়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের মো. মাওলা বক্সের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি বড়।

সালাউদ্দিন কাজল/এমজেড/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।