দৃষ্টি প্রতিবন্ধীদের বিশ্বকাপে বাংলাদেশ
বাংলাদেশে ব্লাইন্ড ক্রিকেটের সূচনা ২০০০ সালে। এখন ২০১৪। এই ৪ বছরে অর্থনৈতিক সংকটসহ নানাবিদ সমস্যাকে মোকাবেলা করে মনের শক্তিকে পুজি করে সামনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল। সেই এগিয়ে যাওয়ার মিশনে এবার বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল প্রথমবারেরমত অংশ নিচ্ছে ২৬ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেট আসরে।
দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (ডব্লিউবিসিসি) এর আয়োজনে এবারের এই বিশ্বকাপ ক্রিকেট আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
এই দলগুলো দুটি গ্রুপে বিভক্ত হয়ে মোকাবেলা করবে। আগামী ৩ ডিসেম্বর বাংলাদেশ দল গ্রুপ বি-তে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৬০-৭০ মিটার আয়তনের মাঠে ২২ গজ পিচে বিশেষ বলে প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৪০ ওভারের।
ব্লাইন্ড ক্রিকেটের নিয়ম অনুযায়ী সেরা একাদশে বি-১ ক্যাটাগোরির ক্রিকেটার খেলতে পারবেন ৪ জন। যারা সম্পূর্ন অন্ধ। বি-২ ক্যাটাগোরি থেকে ৩ জন। যারা ৫ মিটার পর্যন্ত অল্প দেখতে পান। এবং বি-৩ ক্যাটাগোরি থেকে ৪ জন। যারা ১৫ মিটার পর্যন্ত আবছা আবছা দেখতে পান।
উল্লেখ্য, ২০১২ সালে ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের আয়োজনে ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ ক্রিকেট আসরে সর্বপ্রথম অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল।
দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত ব্লাইন্ড বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ব্লাইন্ড জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণ উপলক্ষে রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল এর পরিচালক প্রশাসন সৈয়দ কামরুল ইসলাম, সভাপতি এম হারুন অর রশিদ বাবু, সিনিয়র সহ-সভাপতি ড. এ কে এম হারুন-অর-রশিদ মজুমদার, সহ-সভাপতি দিদারুল আলম, টিম ম্যানেজার মো. তাইজ উদ্দিন ও দলীয় অধিনায়ক মো. হাফিজুর রহমান বুলেট। আরো উপস্থিত ছিলেন মিডিয়া পার্টনার সাপ্তাহিক কাগজের সম্পাদক জব্বার হোসেন ও বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলের অফিসিয়াল ড্রেস স্পন্সর রয়েল ইভেন্টস এর এমডি সালমান আরেফিনসহ অন্যান্যরা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল এর পরিচালক প্রশাসন সৈয়দ কামরুল ইসলাম বলেন, সব প্রস্তুতি শেষ। শ্রীলংকা থেকে ভিসার কাজ শেষ হয়ে আসলে সম্ভাব্য আগামী ২৭ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে আমরা রওনা হবো। এখানে ওয়ালটনের কথা না বললেই নয়। ওয়ালটন কয়েকদিন আগে বিশ্বকাপে খেলতে যাওয়া এই ১৭জন ছেলেদেরসহ মোট ২৩জনকে ট্রাকসুট, কেডস, ব্যাগ ও টি-র্শাট প্রদান করেছে।