জিম্বাবুয়ে দলে আতাপাত্তু-এনটিনি
বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শুক্রবার মাঠে নামছে জিম্বাবুয়ে। তার আগে সাম্প্রতিক সময়ের দুরবস্থা কাটানোর জন্য শ্রীলঙ্কান মারভান আতাপাত্তু এবং দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মাখায়া এনটিনিকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। বুধবার জিম্বাবুয়ের ক্রিকেট ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়।
এই দুই তারকাকে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। ব্যাটিং পরামর্শক হিসাবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মারভান আতাপাত্তু। আর বোলিং কোচ হিসেবে দেখা যাবে মাখায়া এনটিনিকে। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে আত্তাপাত্তুর। তবে এনটিনিকে পেতে কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে জিম্বাবুয়ে দলকে। ১৬ ফেব্রুয়ারি থেকে জিম্বাবুয়ে দলের সঙ্গে যোগ দিবেন এই প্রোটিয়া।
৩৮ বছর বয়সী এনটিনি ১৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ১০১টি টেস্ট, ১৭৩টি ওয়ানডে এবং ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৯০টি টেস্ট ও ২৬৬টি ওয়ানডে উইকেট নিয়েছেন। আর ৯০ টেস্টে ৫৫০২ এবং ২৬৮ ওয়ানডেতে ৮৫২৯ রান সংগ্রহ করেছেন আতাপাত্তু।
উল্লেখ্য, বাংলাদেশে আসার আগে আফগানিস্তানের কাছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরে এসেছে জিম্বাবুয়ে।
আরটি/এএইচ/আরআইপি