দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৩০০ কোটি
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। দর বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের। প্রথম দেড় ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকায় লেনদেন হয়েছে ৩০০ কোটি টাকা। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১৯ কোটি টাকা।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টা পর বেলা ১২টা ১১ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৭৯ পয়েন্টে অবস্থান করছে। শরীয়া সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৩ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৬২ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে ৩১২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ৬৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের।
অন্যদিকে বেলা ১২টা ৮ মিনিটে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ২৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭১১ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ৪৯ টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৪ লাখ টাকা।
এসআই/জেডএইচ/এমএস