জিম্বাবুয়ে সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ


প্রকাশিত: ০৫:২২ পিএম, ১২ জানুয়ারি ২০১৬

আসন্ন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট পাওয়া যাবে খুলনা শহরের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি)। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের তুলনায় টিকিটের মূল্যের কোনো হেরেফের হয়নি। টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা এবং সর্বোচ্চ মূল্য ১০০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আসন্ন বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা। পশ্চিম স্ট্যান্ড ১৫০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, আগামী শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এ সিরিজ। ১৭, ২০ ও ২২ জানুয়ারি একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি ম্যাচগুলো।

টিকিটের মূল্য
গ্র্যান্ড স্ট্যান্ড : ১০০০ টাকা
আন্তর্জাতিক স্ট্যান্ড : ৫০০ টাকা
ক্লাব হাউজ : ৩০০ টাকা
পশ্চিম স্ট্যান্ড : ১৫০ টাকা
পূর্ব স্ট্যান্ড : ১০০ টাকা

আরটি/বিএ 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।