আফ্রিদির খাবারের বিল মেটালেন ভক্ত!


প্রকাশিত: ০৪:২৬ পিএম, ১২ জানুয়ারি ২০১৬

‘নো মানি, নো প্রবলেন- ভক্ত আছে না!’ সবার ক্ষেত্রে এ কথাটা মোটেও সত্যি হওয়ার কথা নয়। হবেও না কখনও। তবে সেলিব্রিটিদের বিষয়টা আলদা। তাও এমন ঘটনা কদাচিৎ ঘটে থাকে। যেটা ঘটেছে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহিদ আফ্রিদির ক্ষেত্রে।

তো কী ঘটেছিল নিউজিল্যান্ডে! ভোজনরসিক আফ্রিদি এবং তার সতীর্থ আহমেদ শেহজাদ খেতে গিয়েছিলেন অকল্যান্ড বিমানবন্দরের পাশে ম্যাকডোনাল্ডসের একটি রেস্টুরেন্টে। সেখানে পেটপুরে খাওয়ার পর দেখেন পকেটে পর্যাপ্ত পরিমান অর্থ নেই। খাওয়ার পর বিল দিতে গিয়ে আফ্রিদি দেখেন তার কাছে পর্যাপ্ত নিউজিল্যান্ড ডলার নেই। মার্কিন ডলার দিতে চাইলে সেই রেস্টুরেন্টের কর্তৃপক্ষ তা নিতে অস্বীকৃতি জানান। তো কি করবেন তখন তিনি- এটা ভেবেই কুল পাচ্ছিলেন না। পড়ে গেলেন চরম বিব্রতকর পরিস্থিতিতে।

এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে দেখে প্রিয় তারকাকে উদ্ধারে এগিয়ে আসেন ওয়াকাস নাভেদ নামে এক ভক্ত। নিজের পকেট থেকে নিউজিল্যান্ডের ডলার বের করে দিয়ে আফ্রিদিদের খাবারের বিল পরিশোধ করেন তিনি। পাকিস্তান মিডিয়াকে আফ্রিদি জানান, তিনি এবং শেহজাদ রেস্টুরেন্টে যাওয়ার আগে মার্কিন ডলারকে নিউজিল্যান্ডের ডলারে পরিবর্তণ করে নিতে ভুলে গিয়েছিলেন। যার খেসারত দিতে হলো তাদেরকে।

তিনি বলেন, ‘খাবারের বিল দেয়ার সময় আমাদের লাইনের পেছনে একজন তরুণ দাঁড়ানো ছিল। তিনিই বিষয়টা লক্ষ্য করে এগিয়ে আসেন এবং বিলটা পরিশোধ করে দিতে চান। একই সঙ্গে এটাও জানায়, এভাবেই তিনি আমাদেরকে নিউজিল্যান্ডে স্বাগত জানাতে চান।’

পুরো ঘটনাটা কিন্তু কেউ একজন পাশে থেকে ভিডিও রেকর্ড করে ফেলেছিলেন এবং সেটা পরে মিডিয়াতেও ছেড়ে দিয়েছেন। বিষয়টাকে ভালোভাবে নেননি আফ্রিদি। তিনি বলেন, ‘আমি খুব হতাশ, বিষয়টা এভাবে ভিডিও করে মিডিয়ায় ছেড়ে দেয়ায়।’

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।