তামিম-এনামুলের শতরানের জুটি


প্রকাশিত: ০৮:৩০ এএম, ২৩ নভেম্বর ২০১৪

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে দুরন্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল ও এনামুল হক। জিম্বাবুয়ের বিপক্ষে এই জুটিতে শতরান পেয়েছে বাংলাদেশ। ৩৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৭২ রান।  তামিম ইকবাল ৭৬ , এনামুল হক বিজয় ৮০, সাকিব আল হাসান ০ রানে আউট হয় এবং মুশফিকুর রহিম ৯ রানে অপরাজিত আছেন। ইতোমধ্যে হাফসেঞ্চুরি করেছেন দুই ওপেনারই।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠে গড়িয়েছে রোববার দুপুর সাড়ে ১২টায়। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

প্রথম ওয়ানডেতে জয় পাওয়া একাদশে কোনো পরিবর্তন না এনে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। জিম্বাবুয়েও তাদের দলে কোনো পরিবর্তন আনেনি।

উল্লেখ্য, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে ৮৭ রানের জয়ে সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।