মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় লালবাগে বিক্ষোভ


প্রকাশিত: ০৯:০০ এএম, ১২ জানুয়ারি ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় এক মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় রাজধানী ঢাকার লালবাগ এলাকায় বিক্ষোভ করছে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা।মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে লালবাগ এলাকায় অবস্থিত বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।

প্রয়াত মুফতী আমিনীর অনুসারী তথা ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীরা মাদ্রাসা ছাত্রের হত্যাকারীর বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করে। এর আগে লালবাগের হযরত শহীদ শাহ (র. আ.) মাজারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় সরকারকে শুক্রবার পর্যন্ত সময় বেধে দেন বিক্ষোভকারীরা।

Lalbag

সমাবেশে বক্তারা বলেন, শুক্রবারের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হলে ওই দিন (শুক্রবার) বাদ জুমা সারাদেশে ইসলামী ঐক্যজোট বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন, মাওলানা জোবায়ের রহমানসহ অনেকে এ সময় সমাবেশে বক্তব্য রাখেন। এর আগে লালবাগ থানা পুলিশ ও ২৬ নং ওয়ার্ড কমিশনার হাসিবুর রহমান মানিকের কাছ থেকে অনুমতি নেয়া হয়েছে বলেও জানান তারা।

এমএম/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।