যাদের ভোটে ব্যালন ডি’অর জিতলেন মেসি


প্রকাশিত: ০৭:২৭ এএম, ১২ জানুয়ারি ২০১৬

ফিফার প্রত্যেকটি দেশের জাতীয় দলের কোচ-অধিনায়ক এবং নির্বাচিত সাংবাদিকদের ৪১.৩৩% ভোটে রোনালদো এবং নেইমারকে হারিয়ে ২০১৫ সালের সেরা ফুটবলারের পুরস্কার জিতলেন মেসি। মজার ব্যাপার হলো, সর্বশেষ তিন ফাইনালিস্ট মেসি, রোনালদো এবং নেইমার- নিজ নিজ জাতীয় দলের অধিনায়ক এবং তিনজনই ছিলেন ভোট দেয়ার যোগ্য। কিন্তু নিজেকে ভোট দেয়ার অধিকার কারও নেই। এবার দেখা যাক কাদের ভোটে ব্যালন ডি`অর জিতলেন মেসি।

নিচে কিছু উল্লেখযোগ্য প্লেয়ার এবং কোচের ভোট তুলে ধরা হল:

মামুনুল ইসলাম (বাংলাদেশ ক্যাপ্টেন)
১. লিওনেল মেসি
২. ক্রিস্টিয়ানো রোনালদো
৩. নেইমার

ইব্রাহিমোভিচ (সুইডেন এবং পিএসজি)
১. লিওনেল মেসি
২. লুইস সুয়ারেজ
৩. নেইমার

বাস্তিয়ান শোয়েইনস্টাইগার (জার্মানি এবং ম্যানচেস্টার ইউনাইটেড)
১. ম্যানুয়েল ন্যুয়ের
২. থমাস মুলার
৩. নেইমার

পিওতর চেক (চেক রিপাবলিক এবং আর্সেনাল)
১. লিওনেল মেসি
২. রবার্ট লেভানডোভস্কি
৩. এডেন হ্যাজার্ড

ভিনসেন্ট কম্পানি (বেলজিয়াম এবং ম্যানচেস্টার সিটি)
১. এডেন হ্যাজার্ড
২. কেভিন ডে ব্রুইন
৩. লিওনেল মেসি

হেনরিক মিখতারিয়ান (সোভিয়েত ইউনিয়ন এবং বরুশিয়া ডর্টমুন্ড)
১. লিওনেল মেসি
২. ক্রিস্টিয়ানো রোনালদো
৩. ইব্রাহিমোভিচ

ওয়েইন রুনি (ইংল্যান্ড এবং ম্যানচেস্টার ইউনাইটেড)
১. লিওনেল মেসি
২. থমাস মুলার
৩. ক্রিস্টিয়ানো রোনালদো

আর্দা তুরান (তুরস্ক এবং বার্সেলোনা)
১. লিওনেল মেসি
২. নেইমার
৩. লুইস সুয়ারেজ

রবার্ট লেভানডোভস্কি (পোল্যান্ড এবং বায়ার্ন মিউনিখ)
১. ম্যানুয়েল ন্যুয়ের
২. আর্তুরো ভিদাল
৩. থমাস মুলার

লিওনেল মেসি (আর্জেন্টিনা এবং বার্সেলোনা)
১. লুইস সুয়ারেজ
২. নেইমার
৩. আন্দ্রেস ইনিয়েস্তা

ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তূগাল এবং রিয়াল মাদ্রিদ)
১. করিম বেনজেমা
২. হামেস রদ্রিগুয়েজ
৩. গ্যারেথ বেল

নেইমার (ব্রাজিল এবং বার্সেলোনা)
১. লিওনেল মেসি
২. লুইস সুয়ারেজ
৩. ইভান রাকিটিচ

হুগো লরিস (ফ্রান্স এবং টটেনহ্যাম হটস্পার)
১. লিওনেল মেসি
২. ক্রিস্টিয়ানো রোনালদো
৩. নেইমার

আরিয়েন রোবেন (নেদারল্যান্ড এবং বায়ার্ন মিউনিখ)
১. লিওনেল মেসি
২. নেইমার
৩. লুইস সুয়ারেজ

এডিন জেকো (বসনিয়া এবং রোমা)
১. ক্রিস্টিয়ানো রোনালদো
২. এডেন হ্যাজার্ড
৩. লিওনেল মেসি

ডিয়েগো গডিন (উরুগুয়ে এবং এতলেটিকো মাদ্রিদ)
১. লিওনেল মেসি
২. থমাস মুলার
৩. রবার্ট লেভানডোভস্কি

ফাবিও লোপেজ (বাংলাদেশ কোচ)
১. লিওনেল মেসি
২. ক্রিস্টিয়ানো রোনালদো
৩. রবার্ট লেভানডোভস্কি

টাটা মার্টিনো (আর্জেন্টিনার কোচ)
১. লিওনেল মেসি
২. সার্জিও এগুয়েরো
৩. জাভিয়ের মাশ্চেরানো

কার্লোস দুঙ্গা (ব্রাজিলের কোচ)
১. নেইমার
২. লিওনেল মেসি
৩. ক্রিস্টিয়ানো রোনালদো

জর্জ সাম্পাওলি (চিলির কোচ)
১. লিওনেল মেসি
২. এলেক্সিস সানচেজ
৩. আর্তুরো ভিদাল

জোয়াকিম লো (জার্মানির কোচ)
১. ম্যানুয়েল ন্যুয়ের
২. থমাস মুলার
৩. টনি ক্রুসি

ভিসেন্তে দেল বস্ক (স্পেনের কোচ)
১. লিওনেল মেসি
২. ক্রিস্টিয়ানো রোনালদো
৩. আন্দ্রেস ইনিয়েস্তা

রয় হাজসন (ইংল্যান্ড কোচ)
১. ক্রিস্টিয়ানো রোনালদো
২. লিওনেল মেসি
৩. এডেন হ্যাজার্ড

উল্লেখ্য, ভোট দেওয়ার ক্ষেত্রে মেসি-রোনালদো কেউ কাউকে গুরুত্বই দেননি। সেরার প্রশ্নে বার্সেলোনা তারকা মেসির তিন জনের সংক্ষিপ্ত তালিকায় নেই রোনালদো। আর রিয়াল মাদ্রিদের রোনালদোও তার প্রতিপক্ষকে এই মুহূর্তে বিশ্বের তিন সেরা খেলোয়াড়ের এক জন ভাবেন না।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।