আবারো অভিনয়ে নিয়মিত সিদ্দিক
হাস্যরস আর সাবলীল অভিনয় দিয়ে খুব অল্প সময়েই দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। বিশেষ করে ‘গ্রাজুয়েট’ ধারাবাহিকে গ্রামের যুবকের চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি তারকাখ্যাতি পান।
কিন্তু হঠাৎ অসুস্থতার জন্য অনেকদিন ধরেই অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। স্বভাবতই তার অভিনয় মিস করেছেন দর্শক। সুখের খবর হলো আবারো সিদ্দিক অভিনয় করছেন নিয়মিত। কিডনির অস্ত্রোপচার করিয়ে বেশ কিছুদিন বিশ্রাম নিয়েছেন। এখন সুস্থ আছেন। তাই আবারো দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে।
এর মধ্যেই বেশ কয়েকটি নতুন নাটকে কাজ শুরু করেছেন। তারই ভিড়ে সম্প্রতি একটি নতুন ধারাবাহিক নাটক শুরু করেছেন তিনি। নাটকটির নাম ‘ছন্ন ছাড়া ৪২০’। দেবাশিষ চক্রবর্তীর পরিচালনায় এই নাটকে সিদ্দিক হাজির হচ্ছেন তার চিরচেনা মজার অভিনেতা পরিচয়েই। সেখানে দেখা যাবে গায়ে গতরে যুবক হলেও স্বাভাবিক বৃদ্ধি ঘটেনি তার মন মানসিকতার। তিনি নানান মজার কর্মকান্ড করে বেড়ান সবার সঙ্গে।
সিদ্দিক বলেন, ‘শরীরটা এখন আগের চেয়ে ভালো। সবাই আমার জন্য দোয়া করেছেন, আমি সত্যি কৃতজ্ঞ। অনেকদিন নাটকে কাজ করি না। কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছিলো। তাই সুস্থ হয়েই ক্যামেরার সামনে হাজির হয়েছি। এরইমধ্যে কয়েকটি খন্ড নাটকের কাজ করলাম। আর ছন্ন ছাড়া ৪২০ নামের ধারাবাহিকটির সঙ্গে যুক্ত হলাম। খুব মজার চরিত্র আমার নাটকটিতে। আশা করি বিরতির পর এই চরিত্র দিয়ে সফল প্রত্যাবর্তন হবে। সবাই সঙ্গে থাকবেন।’
খুব শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে ধারাবাহিক নাটকটি প্রচার শুরু হবে বলে জানালেন নির্মাতা।
এলএ