ইরাকে বোমা হামলায় নিহত ৪৮


প্রকাশিত: ০৪:০৯ এএম, ১২ জানুয়ারি ২০১৬

ইরাকের রাজধানী বাগদাদসহ একাধিক স্থানে বোমা হামলায় ৪৮ জন নিহত ও আহত হয়েছে কমপক্ষে ১০০ জন। সোমবার এসব হামলা ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, রাজধানী বাগদাদের একটি শপিং মলের বাইরে জঙ্গিরা প্রথমে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে শপিং মলের ভেতরে ঢুকে। এরপর আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটালে কমপক্ষে ১৮ জন নিহত হয় । আহত হয় ৪০ জন।

এর আগে উত্তরাঞ্চলের শহর মুকাদাদিয়ায় চালানো অপর হামলায় নিহত হয় কমপক্ষে ২৩ জন। আহত হয় অর্ধশতাধিক।

এছাড়া দক্ষিণ-পূর্ব বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৭ জন। আহত হয়েছে আরো কয়েকজন। সবগুলো হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস।

জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।