বীরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত
দিনাজপুরের বীরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আনোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। সোমবার রাত ১০টায় নিজপাড়া ইউনিয়নের ঢেপা নদী ব্রিজ শমসের ভাটা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আনোয়ার উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার গ্রামের মো. আব্দুর রশিদ খানের ছেলে ও বীরগঞ্জ পৌর শহরের অবস্থিত আশা ফটো স্টুডিওর মালিক।
নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল খালেক সরকার জাগো নিউজকে জানান, সোমবার রাতে দোকান বন্ধ করে বাইসাইকেল যোগে বাসায় ফেরার পথে নিজপাড়া ইউনিয়নের ঢেপা নদী ব্রিজ শমসের ভাটা সংলগ্ন এলাকায় ৫-৭ জন মুখোশধারী ছিনতাইকারী আনোয়ার হোসেনের গতিরোধ করেন। এরপর তারা তার ব্যাগে রক্ষিত টাকা এবং ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এসময় আনোয়ার হোসেন বাধা দিলে ছিনতাইকারীরা তার পিঠে এবং হাতে ছুরি দিয়ে আঘাত করেন। তার আত্মচিৎকারে পথচারীরা ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোছা. হাবিবা জাগো নিউজকে জানান, আহত আনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে।
এমদাদুল হক মিলন/এমজেড/পিআর