রেকর্ড গড়লেন রোনালদো


প্রকাশিত: ০৩:৩০ এএম, ২৩ নভেম্বর ২০১৪

লা লিগায় সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন মেসি। রোনালদো কি এ দিন চুপ করে বসে থাকতে পারেন? একই দিন মেসির আগেই একটি রেকর্ড গড়া হয়েছে তার। লা লিগার প্রথম খেলোয়াড় হিসেবে নিজ দলের সঙ্গে খেলা সকল দলের বিপক্ষে গোল করেছেন তিনি।

স্প্যানিশ দল রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এ পর্যন্ত ৫১টি দলের বিপক্ষে খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্তত একটি গোল করেছেন সকল দলের বিপক্ষেই। এতদিন এইবারের বিরুদ্ধে গোল ছিল না এ পর্তুগীজ উইঙ্গারের। শনিবার রাতে দলটির বিপক্ষে দুই গোল করে সেই শূন্যতাও ঘুচিয়ে ফেলেছেন।

শুধু রোনালদো-মেসিই নয়, রিয়াল মাদ্রিদ আর বার্সালোনাও যেন পাল্লা দিয়ে চলছে। রোনালদো এ দিন দুই গোল করলেন, মেসি করলেন তিনটি। অপরদিকে রিয়ালের ৪-০ ব্যবধানে জয়ের দিনে বার্সা জিতেছে ৫-১ ব্যবধানে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।