পুসকাস অ্যাওয়ার্ড জিতলেন অখ্যাত লিরা


প্রকাশিত: ০৯:১১ পিএম, ১১ জানুয়ারি ২০১৬

বর্ষসেরা গোলদাতা কে হবেন? কে জিতবেন পুসকাস অ্যাওয়ার্ড? নোমিনেশনে ছিল অনেকগুলো নাম। এর মধ্যে মেসি আর ইতালিয়ান ক্লাব এএস রোমার আলেসান্দ্রো ফ্লোরেনজির নাম অন্যতম। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ফ্লোরেঞ্জি মাঝ মাঠ থেকে দূরপাল্লার শটে যেভাবে বার্সার জালে বল জড়িয়েছেন, তাতে তাকেই কেউ কেউ সম্ভাবন্য পুসকাস অ্যাওয়ার্ড জয়ী ভেবে রেখেছিল।

কিংবা কোপা ডেল রের ফাইনালে অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে মেসি যে গোলটি করেছিলেন, সেটাকেই সবাই সেরা ধরে রেখেছিল; কিন্তু কে জানতো এত বড় বড় নামের মধ্য থেকে এমন একজন বাজিমাত করে দেবেন যার কথা জীবনে কেউ ভাবা তো দূরে থাক, শোনেনওনি।

ব্রাজিলিয়ান এক অখ্যাত ফুটবলার ওয়েন্ডেল লিরা। লিওনেল মেসি এবং আলেসান্দ্রো ফ্লোরেঞ্জিনোকে পেছনে ফেলে বছরের সেরা গোলদাতার পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ড জিতে নিলেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। সেরা গোলের বাছাইয়ের জন্য যে ভোটাভুটি হয়েছে, এর মধ্যে সর্বোচ্চ ৪৬.৭ ভাগ ভোট পেয়েছেন লিরা। মেসি পেযেছেন ৩৩.৩ ভাগ করে ভোট। ফ্লোরেঞ্জি পেয়েছেন মাত্র ৭.১ ভাগ ভোট।

ব্রাজিলিয়ান ক্লাব ভিলা নোভার হয়ে খেলেন ওয়েন্ডেল। তবে পুরস্কারজয়ী গোলটি করেছিলেন গোইয়াস স্টেট চ্যাম্পিয়নশিপে গোইয়ানেশিয়যার হয়ে। বাম পায়ের দুর্দান্ত বাইসাইকেল কিকে গোলটি করেছিলেন তিনি। যেটা পুসকাস অ্যাওয়ার্ডের জন্যই শেষ পর্যন্ত মনোনীত হয়ে গেলো।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।