ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর সাড়ে বারোটায় শুরু হবে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।
প্রথম ওয়ানডের একাদশ থেকে দ্বিতীয় এক দিনের ম্যাচে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে। জিম্বাবুয়েও তাদের দলে কোনো পরিবর্তন আনেনি।
উল্লেখ্য, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। প্রথম ওয়ানডে ম্যাচে ৮৭ রানে জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন, আরাফাত সানী ও রুবেল হোসেন।
জিম্বাবুয়ে দল : হ্যামিলটন মাসাকাদজা, সিকান্দার রাজা, ভুসিমুজি সিবান্দা, বেন্ডন টেলর, চাকাবা, চিগাম্বুরা, সোলোমোন মোরে, পানিয়াঙ্গারা, নিয়ম্বু, চাতারা, কামুঞ্জোজি।