বানারীপাড়ায় নব-নির্মিত পৌরভবন উদ্বোধন


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১১ জানুয়ারি ২০১৬

বরিশালের বানারীপাড়ায় নব-নির্মিত পৌরভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ভবন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ। পরে ভবন উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস ও উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নব-নির্বাচিত মেয়র অ্যাড. সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাড. মাওলাদ হোসেন সানা প্রমুখ।

উল্লেখ্য, তিন বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ১৯৯০ সালে গড়ে ওঠে বানারীপাড়া পৌরসভা। দ্বিতীয় শ্রেণির এ পৌরসভার জনসংখ্যা এক লাখ ৮১ হাজার ৮৪ জন। এই পৌরসভায় ওয়ার্ডের সংখ্যা ৯টি । নিজস্ব কোনো কার্যালয় না থাকায় এর আগে উপজেলা পরিষদের দুইটি কক্ষে পৌরসভার যাবতীয় কাজ চালানো হতো।

এক কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করায় পৌর মেয়র ও কাউন্সিলরদের কাজের গতি বাড়বে বলে আশা করছেন পৌর বাসিন্দারা।

সাইফ আমীন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।