গাজীপুরে ১১দিন পরেও সব বই পায়নি শিক্ষার্থীরা


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১১ জানুয়ারি ২০১৬

গাজীপুরে বই উৎসবের ১১দিন পরেও প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যের পাঠ্য বই পৌঁছেনি। বইয়ের অভাবে ঠিকমতো ক্লাস হচ্ছে না ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষকরাও এ সুযোগে শিক্ষার্থীদের খেলার মাঠে ছেড়ে দিয়ে সময় পার করছেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের আউটপাড়া হাতেখড়ি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. শহীদ উল্লাহ জানান, তিনি চতুর্থ শ্রেণির সমাজ বিজ্ঞান ও ধর্ম এবং ৫ম শ্রেণির ইংরেজি, ধর্ম, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় (সমাজ) বই পাইনি। ফলে তাদের কিছুক্ষণ হাতের কাজ ও খেলাধুলার জন্য ছেড়ে দেয়া হয়।
 
স্থানীয় পূবাইল বাড়ৈবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, ৫ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বই হাতে পাইনি। ফলে ওইসব শিক্ষার্থীদের মাঠে খেলাধুলা করতে ছেড়ে দেয়া হয়। এছাড়া বছরের শুরুতে লেখাপড়ারও চাপ কম থাকে।

মোগরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন জানান, সব বই পাননি তিনি। ফলে বইয়ের অভাবে ক্লাস বিঘ্নিত হচ্ছে।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন জানান, পঞ্চম শ্রেণির তিনটি বই পাওয়া যায়নি। যখন বই পাওয়া যাবে তখনই শিক্ষার্থীদের তা সরবরাহ করা হবে। কিছু কিন্ডার গার্ডেন স্কুল প্রাথমিকের বই না পাওয়ার ব্যাপারে তিনি বলেন, আগে যারা চাহিদা মতো বই চেয়েছিলেন তারা পেয়েছেন। এখন নতুন করে যারা চাহিদা পাঠাচ্ছেন তাদের পর্যায়ক্রমে বই দেয়া হবে।

আমিনুল ইসলাম/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।