সৈয়দপুরে দুর্ধর্ষ ডাকাতি
নীলফামারীর সৈয়দপুরে একই রাতে নতুন বাবুপাড়া ও বাঁশবাড়ি মহল্লার দুটি বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দুটি বাড়ি থেকে নগদ অর্থ, ১০ ভরি স্বর্ণালংকারসহ ৭ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে।
জানা গেছে, রোববার রাত ১টার দিকে নতুন বাবুপাড়ার ভাড়া বাসায় থাকা এনজিও কর্মকর্তা সাইফুল ইসলামের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি থেকে ৪ ভরি স্বণ, নগদ অর্থসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার দুই ঘণ্টা পর বাঁশবাড়ি মহল্লার ব্যবসায়ী সামসুদ্দিন অরুনের বাড়িতে একই কায়দায় ১০/১৫ জনের মুখোশধারী ডাকাত দল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও ডাকাতদের ধরতে পারেনি।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
জাহেদুল ইসলাম/এসএস/পিআর