আজকের সাধারণ জ্ঞান : ১১ জানুয়ারি ২০১৬


প্রকাশিত: ১১:২১ এএম, ১১ জানুয়ারি ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘ভৌগলিক তথ্য’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : পৃথিবীর সংক্ষিপ্ত সীমান্ত কোনটি?
উত্তর : জিব্রাল্টার ও স্পেন।

২. প্রশ্ন : পৃথিবীর সংক্ষিপ্ত সীমান্তের দৈর্ঘ্য কত?
উত্তর : ১.৫৩ কিলোমিটার।

৩. প্রশ্ন : পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্র সীমান্ত কোনটি?
উত্তর : ভ্যাটিকান সিটি ও রোম।

৪. প্রশ্ন : দ্বিতীয় ক্ষুদ্র সীমান্তের দৈর্ঘ্য কত?
উত্তর : ৪.০৭ কিলোমিটার।

৫. প্রশ্ন : আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
উত্তর : রাশিয়া।

৬. প্রশ্ন : কোন দেশের রাজধানীকে বিভক্ত রাজধানী বলে?
উত্তর : নেদারল্যান্ড।

৭. প্রশ্ন : কোন দেশের তিনটি রাজধানী?
উত্তর : দক্ষিণ আফ্রিকা।

৮. প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার তিনটি রাজধানীর নাম কী?
উত্তর : প্রিটোরিয়া, কেপটাউন ও ব্লমফনটেন।

৯. প্রশ্ন : সৌরজগত সর্বপ্রথম কে আবিষ্কার করেন?
উত্তর : কোপারনিকাস।

১০. প্রশ্ন : সৌরজগত সর্বপ্রথম কবে আবিষ্কার করা হয়?
উত্তর : ১৫৪০ সালে।

১১. প্রশ্ন : সর্বপ্রথম এভারেস্ট কে জয় করেন?
উত্তর : হিলারি তেনজিং।

১৩. প্রশ্ন : হিলারি তেনজিং কত সালে এভারেস্ট জয় করেন?
উত্তর : ১৯৫৩ সালে।

১৪. প্রশ্ন : সর্বপ্রথম কোন নারী এভারেস্ট জয় করেন?
উত্তর : জনাকো তাবেই।

১৫. প্রশ্ন : জনাকো তাবেই কত সালে এভারেস্ট জয় করেন?
উত্তর : ১৯৭৫ সালে।

১৬. প্রশ্ন : ভারতে যাওয়ার সমুদ্রপথ কে আবিষ্কার করেন?
উত্তর : ভাস্কো দা গামা।

১৭. প্রশ্ন : প্রথম চাঁদ প্রদক্ষিণ করেন কে?
উত্তর : ফ্রাঙ্ক বরম্যান ও অ্যান্ডারস।

১৮. প্রশ্ন : প্রথম কত সালে চাঁদ প্রদক্ষিণ করা হয়?
উত্তর : ১৬৬৮ সালে।

১৯. প্রশ্ন : ট্যাঙ্গানিকা হ্রদ কে আবিষ্কার করেন?
উত্তর : ক্যাপ্টেন জন স্পেক।

২০. প্রশ্ন : ট্যাঙ্গানিকা হ্রদ কত সালে আবিষ্কার করা হয়?
উত্তর : ১৮৫৬ সালে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।