শিবচরে ব্যবসায়ীকে হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ
মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের, চরবাচামারা বাদশা কান্দি গ্রামের এক ব্যবসায়ীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়। রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের আড়িয়াল খাঁ সেতুর পূর্ব পাশে ও ঢাকা-খুলনা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তোফাজ্জেল মাদবর হত্যার আসামীদের ধরার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।
মানববন্ধনে নিহত তোফাজ্জেল মাদবর হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে খুনীদের ফাঁসির দাবি করেন এলাকাবাসী।
নিহতের মা মতি বেগম বলেন, আমার ছেলেকে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে দূর্বৃত্তরা খুন করেছে। আমি প্রশাসনের কাছে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর মাদারীপুরের শিবচরে জুয়া খেলাকে কেন্দ্র করে সহপাঠি বন্ধুদের ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হয়ে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফাজ্জেল মাদবর (২৩)।
এই ঘটনায় নিহত তোফাজ্জেল মাদবরের মা মতি বেগম বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।নিহত তোফাজ্জেল মাদবর দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা বাদশা কান্দি গ্রামের মালেক মাদবরের ছেলে।
শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ জাকির হোসেন জাগো নিউজকে জানান, ঘটনার পর পরই শিবচর থানা পুলিশের কয়েকটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ত্রাসীরা ওই সময় থেকেই এলাকা ত্যাগ করেছে। আমরা দুর্বৃত্তদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছি।
এ কে এম নাসিরুল হক/এমজেড/আরআইপি