কপোতাক্ষ এখন অভিশাপ


প্রকাশিত: ০৯:২২ এএম, ১১ জানুয়ারি ২০১৬

কপোতাক্ষ নদের উপচেপড়া আর বৃষ্টির পানি নিষ্কাশিত হতে না পেরে সাতক্ষীরার বিলগুলো এখন পানির নিচে তলিয়ে গেছে। এ কারণে আমন ধান থেকে বঞ্চিত কৃষকরা বর্তমানে পানি সেচ দিয়ে বোরো চাষ করতে ব্যস্ত।

তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ১৩টি গ্রামের বিলে জলাবদ্ধতার কারণে আমন চাষ হয়নি। এ কারণে কৃষকরা বিলের পানি স্যালো মেশিন দিয়ে সেচে আবাদ উপযোগী করছে। তালা-পাটকেলঘাটা সড়কের ইসলামকাটি ব্রিজ সংলগ্ন এলাকায় ১৬টি স্যালো মেশিনের মাধ্যমে বর্তমানে পানি নিষ্কাশনের কাজ করছেন কৃষকরা।

সুজন শাহ গ্রামের কৃষক আবুল কালাম বলেন, জলাবদ্ধতার কারণে আমন ধান চাষ হয়নি। কপোতাক্ষ নদ এখন অভিশাপ ছাড়া কিছু নয়।

Satkrira

বারাত গ্রামের লক্ষ্মীকান্ত বলেন, প্রতি বছর ছয় মাস বিল জলাবদ্ধ থাকায় বাধ্য হয়ে বোরো মৌসুমের শুরুতেই জমির মালিকদের সেচের উদ্যোগ নেয়া হয়েছে।

শিবপুর গ্রামের কৃষক আব্দুর রশিদ সরদারসহ এলাকার একাধিক কৃষক এ দুর্ভোগের চিত্র জাগো নিউজকে জানান।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম জাগো নিউজকে বলেন, কপোতাক্ষ তীরবর্তী এলাকার ২০টি বিলের জমির মালিকরা নিজ উদ্যোগে পানি সেচের উদ্যোগ নিয়েছেন। এ কারণে কৃষকদের একটু বাড়তি ব্যয় হলেও বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।