আবারো প্লেব্যাক করলেন হাদী-সাবিনা জুটি


প্রকাশিত: ০৯:১৩ এএম, ১১ জানুয়ারি ২০১৬

চলে যায় যদি কেউ, একবার যদি কেউ ভালোবাসত, অশ্রু দিয়ে লেখা এ গান, আমি আছি থাকবো, কেউ কোনোদিন আমারে তো কথা দিলো না ইত্যাদি গানগুলোর কথা মনে আছে তো? তবে নিশ্চয়ই গানগুলোর শিল্পীদের কথাও স্মরলণ আছে? হ্যাঁ, তারা হলেন সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন জুটির কথা।

এদেশীয় গানে তারা দুজনেই জীবন্ত কিংবদন্তি। ঢাকাই ছবিতে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তারা। আজো এই জুটির কণ্ঠ শ্রোতাদের বিমোহিত করে। সুখের খবর হলো, দীর্ঘ বিরতির পর দুজনে আবারো গাইলেন চলচ্চিত্রের জন্য। ‘দৃষ্টিহীন’ শিরোনামের গানটির গীতিকার-সুরকার ও সংগীত পরিচালক শফিক তুহিন।

শফিক তুহিন জানান, সংগীতের এ দুই কিংবদন্তিকে নিয়ে এটাই তার প্রথম কোনো গান। অন্যদিকে সৈয়দ আব্দুল হাদী জানান, বহু বছর সাবিনা ইয়াসমিনের সঙ্গে গান করে খুব ভালো লাগছে।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ ছবির জন্য তৈরি হয়েছে ‘দৃষ্টিহীন’ গানটি। যা শনিবার রাতে জাজের নিজস্ব স্টুডিওতে রেকর্ড হয়।

প্রসঙ্গত, সত্তরের দশকে সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন সর্বপ্রথম খান আতাউর রহমান পরিচালিত ‘অরুণ বরুণ কিরণ মালা’ ছবিতে একসঙ্গে গান করেছিলেন। গানটির সুর করেছিলেন পরিচালক নিজেই। এরপর অসংখ্য চলচ্চিত্রে তারা একসঙ্গে প্লেব্যাক করেছেন।

সর্বশেষ ২০১০ সালে তারা মোহাম্মদ হোসেন জেমীর ‘বাজাও বিয়ের বাজনা’ ছবিতে প্লেব্যাক করেন।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।