এফএ কাপের চতুর্থ রাউন্ডে চেলসি


প্রকাশিত: ০৫:৪৮ এএম, ১১ জানুয়ারি ২০১৬

ইংলিশ প্রিমিয়ার লিগের তৃতীয় সারির দল স্কুন্টহ্রপ ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে চেলসি। আর এ জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে চেলসি।

রোববার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে চেলসি। এরই ধারাবাহিকতায় খেলার ১৩ মিনিটেই এগিয়ে যায় চেলসি। ব্রানিস্লাভ ইভানোভিচের ক্রস থেকে দারুণ এক ভল্যিতে গোল করে দলের লিড নেন স্প্যানিশ স্ট্রাইকার কস্তা। আর বিরতির পর ম্যাচের ৬৮ মিনিটে গোল করে দলের ব্যবধান দিগুণ করেন।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি। এদিকে বাজে পারফরম্যান্সের দায়ে বরখাস্ত জোসে মরিনহোর জায়গায় আসা নতুন কোচ ডাচ হিডিংকের অধীনে চেলসির এটা দ্বিতীয় জয়। সব প্রতিযোগিতা মিলে এ বছর দুই ম্যাচ খেলে দুইটিতেই জিতল ব্লুজরা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।