হকিতে ওমান-সিঙ্গাপুরের গ্রুপে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:১৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২

আগামী ১১ থেকে ২০ মার্চ ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য এএইচএফ কাপ হকিতে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপের অন্য দেশগুলো হচ্ছে- ওমান, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও ইরান। আসরের ‘এ ’ গ্রুপে রয়েছে চীন, থাইল্যান্ড, শ্রীলংকা, উজবেকিস্তান ও কাজাখস্তান।

১১ মার্চ টুর্নামেন্ট শুরু হবে সিঙ্গাপুর ও ইরানের মধ্যকার ম্যাচ দিয়ে। প্রথম দিনই বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া।

উদ্বোধনী দিনে আরও দুটি ম্যাচে থাইল্যান্ড ও কাজাখস্তান এবং শ্রীলংকা ও উজবেকিস্তান মুখোমুখি হবে।

এএইচএফ কাপ এশিয়া কাপ হকিরও বাছাইপর্ব। এখান থেকে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় দল এশিয়া কাপে কোয়ালিফাই করবে।

এ টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় দল এরইমধ্যে অনুশীলন শুরু করেছে। মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির অধীনে জাতীয় দল প্রস্তুতি নিচ্ছে বিকেএসপিতে।
ক্যাম্পে ২৮ জন খেলোয়াড় ডাকলেও দুজন যোগ দিতে পারেননি। এখন ২৬ জন খেলোয়াড় নিয়ে কোচ প্রস্তুতি চালাচ্ছেন। ইন্দোনেশিয়া রওনা হওয়ার এক সপ্তাহ আগে চূড়ান্ত দল ঘোষণা করবেন জাতীয় দলের কোচ। ৬ অথবা ৭ মার্চ দল ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। জাকার্তা গিয়ে সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে জিমি আশরাফুলদের।

আরআই/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।