নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করলেন ইয়াসির


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১০ জানুয়ারি ২০১৬

ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ার পর আইসিসি কর্তৃক নিষিদ্ধ ইয়াসির শাহ এবার তার শাস্তির বিপক্ষে আপিল করলেন। আইসিসিই ইয়াসির শাহকে পিসিবির মাধ্যমে জানিয়েছে যে, ডোপিংয়ে পজিটিভ প্রমাণিত হওয়ার কারণে তাকে যে শাস্তি দেয়া হয়েছে তার বিপক্ষে আপিল করতে পারবেন ইয়াসির। এ সুযোগ পাওয়ার পরই আইসিসিতে আপিল করলেন পাকিস্তানের এই লেগ স্পিনার। ইয়াসিরের আপিলের কারণে আইসিসি একটি ট্রাইব্যুনাল গঠন করবে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে সেই ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হবে।

পিসিবির এক মূখপাত্র ক্রিকইনফোকে জানিয়েছে, ‘ইয়াসির শাহের পক্ষ হয়ে আপিল করার যে অধিকার সেটা প্রয়োগ করছি। আইসিসিই আমাদের জানিয়েছে, নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিপক্ষে চাইলে ই্য়াসির আপিল করতে পারবেন। এটা হচ্ছে সংশ্লিষ্ট খেলোয়াড়ের অধিকার। এখন শুধু আইসিসিতে তার কেসটি তোলার অপেক্ষা।’

ইংল্যান্ডের বিপক্ষে আরব আমিরাতে ওয়ানডে সিরিজ চলাকালেই সংগৃহীত ডোপ নমুনায় পজিটিভ প্রমাণিত হন ইয়াসির। ১৩ নভেম্বর অনুষ্ঠিত হয়ে সেই ওয়ানডে ম্যাচটি। ইয়াসিরের নমুনায় নিষিদ্ধ ড্রাগের মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়ার কারণে আইসিসি তাকে প্রাথমিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে। তবে, পুনরায় ডোপ টেস্ট দেয়ার জন্য নমুনা ‘বি’ দেয়ার সুযোগ রয়েছে ইয়াসিরের। ওই টেস্টে যদি নেগেটিভ প্রমাণিত হয়, তাহলে ইয়াসিরের সব পরীক্ষাই নেগেটিভ হিসেবে ধরে নেয়া হবে এবং পূনরায় তিনি খেলায় ফিরতে পারবেন। তার আগে আপাতত ক্রিকেট সংশ্লিষ্ট সব কিছুতেই তিনি নিষিদ্ধ।

ডোপ টেস্টে ইয়াসির পজিটিভ প্রমাণিত হওয়ার পর পিসিবিও বিষয়টা নিয়ে বেশ অবাক। তারা ভেবেই পাচ্ছে না কিভাবে ঘটনাটি ঘটলো। এ কারণে তারা আলাদা একটি মেডিকেল বোর্ড গঠন করে বিষয়টা তদন্ত করেছে। যেখানে পাওয়া গেছে যে, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালে ইয়াসির শাহ তার স্ত্রীর ব্লাড প্রেসারের ঔষধ সেবন করেছিলেন। ডোপিংয়ের বিষয়টা তিনি জানতেনই না। এমনকি ওই ঔষধ খেলে যে ডোপিংয়ের কোন সমস্যা হতে পারে, সে বিষয়েও ওয়াকিবহাল ছিলেন না।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।