সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন সাঙ্গাকারা


প্রকাশিত: ০৭:৪৭ এএম, ২২ নভেম্বর ২০১৪

২০১৫ বিশ্বকাপের শেষে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন কুমার সাঙ্গাকারা। ঘোষণাটি সাঙ্গা নিজেই দিয়েছিলেন। কিন্তু তার জায়গা নেবে কে? এ নিয়ে চিন্তায় পড়েছে স্বয়ং লঙ্কান বোর্ড! এ কারণে তাঁকে অবসর না নেওয়ার জন্যেও অনুরোধ করেছে বোর্ড। এমনকি সবদিক বিবেচনা করে শেষপর্যন্ত সিদ্ধান্ত বদলের কথা ভাবছেন সাঙ্গাকারা নিজেও।

আগামী বছরের শুরুর দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এর পরেও রয়েছে আরো অনেক সিরিজ। সাঙ্গাকারা না খেললে সমস্যায় পড়তে হবে তাদের। সে কথা ভেবেই উইকেট রক্ষক ব্যাটসম্যানকে এখনই টেস্ট থেকে অবসর না নেওয়ার জন্য অনুরোধ জানান নির্বাচকেরা।

উল্লেখ্য, এর আগে শ্রীলঙ্কা টেস্ট থেকে অবসর নেওয়া মাহেলা জয়াবর্ধনের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছেন দেশটির নির্বাচকরা। এমন সময় সাঙ্গাকারাও যদি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন, তাহলে শ্রীলঙ্কার ব্যাটিং শক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়বে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।