আজকের জোকস : ১০ জানুয়ারি ২০১৬


প্রকাশিত: ০৪:০৬ এএম, ১০ জানুয়ারি ২০১৬

ম্যাজিস্ট্রেট : ২০ টাকা পকেট মারার জন্য তোমাকে একশ’ টাকা জরিমানা করা হল।
পকেটমার : আমার কাছে মাত্র ২০ টাকা আছে, স্যার। বাকি টাকা এখনই এনে দিতে পারি, কিন্তু কিছুক্ষণের জন্য ছাড়তে হবে।
 
****

অপু এবং নাছের দুই বন্ধু একই অফিসে চাকরি করে।
অপু : দোস্ত, কতদিন ধরে ছুটি পাই না। কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি। কিন্তু বস তো কিছুতেই ছুটি দেবেন না।
নাছের : হুমম। আমিও হাঁপিয়ে উঠেছি। কিন্তু আমি বসের কাছ থেকে ছুটি নিতে পারব, দেখবি?
বলেই নাছের টেবিলের ওপর উঠে দাঁড়াল এবং ছাদ থেকে বেরিয়ে আসা একটা রড ধরে ঝুলতে শুরু করল। কিছুক্ষণ পর বস এলেন।
বস : এ কী নাছের! তুমি ঝুলে আছ কেন?
নাছের : স্যার আমি লাইট, তাই ঝুলে আছি।
বস ভ্রূ কুঁচকে তাকালেন। কিছুক্ষণ ভেবে-
বস : অতিরিক্ত কাজের চাপে তোমার মস্তিষ্ক বিকৃতি দেখা দিচ্ছে। তুমি বরং এক সপ্তাহের ছুটি নাও।
নাছের অপুর দিকে তাকিয়ে মুচকি হেসে রুম থেকে বিদায় নিল। অপু চেয়ে চেয়ে দেখল। নাছের বেরিয়ে যেতেই সেও নাছেরের পিছু নিল।
বস : সে কী! ছুটি তো ওকে দিয়েছি! তুমি কোথায় যাচ্ছ?
অপু : কী আশ্চর্য! লাইট ছাড়া কাজ করব কী করে?

****

সুভাষ আফিসে নেই। বস টেলিফোন ধরলেন, অপরপ্রান্তে খুব বয়স্ক একজন লোক কাঁপা কাঁপা গলায় বলছেন- ‘মাফ করবেন, আপনাদের অফিসের সুভাষকে একটু ডেকে দেবেন?
বস : কে বলছেন?
অপরপ্রান্তে : আমি ওর ঠাকুরদা বলছি।
বস : দুঃখিত, সুভাষ আফিসে নেই। সে আপনাকে পোড়াতে গিয়েছে।

****

ড্রাইভার পদে চাকরির জন্য মন্টু গেছে ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ চলছে-
প্রশ্নকর্তা : আপনাকে আমার পছন্দ হয়েছে। চাকরিটা আপনাকে দেওয়া হবে। স্টার্টিং বেতন দেওয়া হবে ২ হাজার টাকা। আপনার কোনো সমস্যা নেই তো?
মন্টু : না না স্যার, আমার কোনো সমস্যা নেই। স্টার্টিং বেতন ঠিক আছে, কিন্তু ড্রাইভিং বেতন কত সেটাও তো জানা দরকার মনে হয়।

## Joke of the Day: Jan 10, 2016

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।