বেনাপোল থেকে ফিরে গেলেন ৭৭ বিদেশি মুসল্লি


প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ০৯ জানুয়ারি ২০১৬

বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসে বেনাপোল চেকপোস্ট দিয়ে ঢুকতে পারেননি ভারত ও যুক্তরাজ্যের ৭৭ নাগরিক। ট্যুরিস্ট ভিসায় ইজতেমায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থাকার কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হয়নি। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে গত ৯ দিনে ইজতেমার উদ্দেশ্যে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতসহ ১৩টি দেশের দু’হাজার মুসুল্লি বাংলাদেশে এসেছেন। বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন কক্ষে বিদেশি মুসুল্লিদের তথ্য যাচাই করা হচ্ছে। চেকপোস্ট থেকে ফেরত পাঠানোদের মধ্যে ভারতের ৭৩ জন ও যুক্তরাজ্যের চারজন নাগরিক রয়েছেন।

ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলাম জানান, বিশ্ব ইজতেমায় ট্যুরিস্ট ভিসায় বিদেশিদের যোগ দেয়ার ওপরে সরকারি নিষেধাজ্ঞার কারণে এসব বিদেশিকে গ্রহণ করা সম্ভব হয়নি। ইজতেমায় যোগ দিতে হলে এসব বিদেশি মুসুল্লিদের তাবলিগের জন্য নির্ধারিত টিআই ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে হবে।

শুধুমাত্র বিশ্ব ইজতেমায় যোগ দেয়ার জন্য সারাবিশ্বের তাবলিগ জামায়াতের মুসুল্লিদের টিআই ভিসা দেয়া হয়ে থাকে। আখেরি মোনাজাতের আগে শনিবারও এপথে দিনভর বিদেশি মুসুল্লিরা এসেছেন বলে জানান তিনি।

শনিবার দুপুরে কলকাতা থেকে ইজতেমায় যোগ দিতে আসা ইন্তাজ আলী শেখ নামের এক মুসুল্লি জানান, এর আগেও তিনি ট্যুরিস্ট ভিসায় বিশ্ব ইজতেমায় অংশ নেয়ার জন্য বাংলাদেশে এসেছিলেন। কিন্তু এই প্রথম তিনি শুনছেন ট্যুরিস্ট ভিসায় বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে বাংলাদেশে আসা যাবে না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগে থেকে সতর্ক করলে মুসুল্লিদের এই ভোগান্তিতে পড়তে হতো না।

বিদেশিদের দেখভাল করা ইজতেমা কমিটির সদস্য আবুল কালাম আযাদ জানান, ইসরাইল, লেবানন, ফিলিস্তিনি, ইরাক, আফগানিস্তান, সিরিয়া ও আলজেরিয়া বাদে বিশ্বের অন্যান্য দেশের লোকজন এবারের বিশ্ব ইজতেমায় যোগ দিতে পারবেন। তবে ভিসা নিয়ে জটিলতার কারণে অন্যান্য বছরের তুলনায় এ বছর মুসুল্লি অনেক কম আসছেন।

ইজতেমায় যোগ দিতে আসা এসব বিদেশি নাগরিকের মধ্যে ভারত থেকে এসেছেন ৬৭৯ জন। এছাড়াও আগে ভারতে এসে পরে ইজতেমার উদ্দেশ্যে এই চেকপোস্ট দিয়ে প্রবেশ করেছেন ইন্দোনেশিয়ার ৬৯৪, ইথিওপিয়ার ৭৪, আর্জেন্টিনার ৫২, চিলির ২০, জর্ডানের ৫১, মালয়েশিয়ার ১৪৯, দক্ষিণ আফ্রিকার ৫৩, শ্রীলঙ্কার ১০১, অস্ট্রেলিয়ার ৪৯, তিউনিশিয়ার ২২, নেদারল্যান্ডের ৫১ ও জিম্বাবুয়ের পাঁচ নাগরিক।

গত বছর বিশ্ব ইজতেমায় যোগ দিতে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ২২টি দেশের চার হাজার ৭শ’ মুসুল্লি বাংলাদেশে এসেছিলেন।

মো. জামাল হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।