লালমনিরহাটে বিরল প্রজাতির পাখি উদ্ধার


প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০৯ জানুয়ারি ২০১৬

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি বিরল প্রজাতির পাখি উদ্ধার করা হয়েছে। পাখিটি দেখতে চিলের মত। শনিবার বিকেলে উপজেলার বড়খাতা ইউনিয়নের সীমান্ত এলাকার পূর্ব সাড়ডুবী গ্রাম থেকে পাখিটি উদ্ধার করা হয়।

জানা গেছে, বড়খাতা ইউনিয়নের বড় মসজিদ এলাকায় কয়েকজন মুসুল্লি সীমান্ত এলাকার একটি ভুট্ট ক্ষেতে পাখিটিকে পড়ে থাকতে দেখেন। পরে তারা পাখিটি উদ্ধার করে উপজেলার হাতীবান্ধার টংভাঙ্গা গ্রামে নিয়ে আসেন। শীতে অসুস্থ হয়ে ভারত থেকে পাখিটি উড়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

হাতীবান্ধার টংভাগা গ্রামের বেলাল হোসেন মানিক জানান, পাখিটি খুব দুর্বল। পাখিটির চিকিৎসা চলছে সুস্থ হলে আমরা সবাই মিলে সেটি উড়ে দেবো।

টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ সদস্য নুরুজ্জামান জানান, পাখিটি আমাদের হেফাজতে আছে। রোববার হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

রবিউল হাসান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।