সোনারগাঁওয়ে শুরু হচ্ছে মাসব্যাপী লোকজ উৎসব


প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৯ জানুয়ারি ২০১৬

আগামী ১৪ জানুয়ারি থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শুরু হচ্ছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। এবারের উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে আগত কারুপণ্যের মোট ১৭২টি স্টল স্থান পাবে। এর মধ্যে কর্মরত কারুশিল্পীদের প্রদর্শনীতে অংশ নেবেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ৪৮ জন কারুশিল্পী।    

শনিবার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সভা কক্ষে এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে লোকজ উৎসব পালনের সংবাদ জানানো হয়।  

সাংবাদিক সন্মেলনে সভায় ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে উপ-পরিচালক রবিউল ইসলাম উৎসবের সার্বিক বিষয় তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র  গোপ।

মাসব্যাপী লোকজ উৎসবে বর্নাঢ্য লোকজ অনুষ্ঠানমালা পরিবেশিত হবে। এরমধ্যে থাকবে বাউলগান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া, ভাটিয়ালী, জারি, সারি, হাসন রাজা, লালন সংগীত, মাইজভাণ্ডারি গান, মুর্শিদী গানসহ বিভিন্ন লোকজ খেলাধুলা।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সাংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা। এবারের মাসব্যাপী লোকজ উৎসবের মোট ব্যয় ধরা হয়েছে ৫০ লক্ষ টাকা।
 
মো.শাহাদাত হোসেন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।