যশোরে দুই শতাধিক শিক্ষার্থীর তালপাতায় হাতেখড়ি


প্রকাশিত: ০৯:২০ এএম, ০৯ জানুয়ারি ২০১৬

যশোরে দুই শতাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবনের শুরুতে তালপাতায় হাতেখড়ি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কালেক্টরেট পার্ক চত্বরে উদীচী যশোরের উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের হাতেখড়ির আয়োজন করা হয়।

বাবা-মার হাত ধরে ছোট্ট সোনামনিরা হাতেখড়ি নিতে আসে। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা শিশুদের হাত ধরে তালপাতায় লেখার মধ্য দিয়ে হাতেখড়ি দেয়। সমগ্র অনুষ্ঠান অতিথি, অভিভাবক, শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠে।

উদীচী যশোরের সভাপতি ডিএম শাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, বিশেষ অতিথি ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক বিমল রায় চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন উদীচীর উপদেষ্টা কাজী আবদুস শহীদ লাল। স্বাগত বক্তব্য রাখেন উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, অক্ষর শিশু শিক্ষালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রাবণী মুখার্জি, ওয়াইডাব্লিউসিএর শিক্ষিকা সুমনা শারমিন। অনুষ্ঠানে সঞ্চলনা করেন কাজী শাহেদ নওয়াজ।

অনুষ্ঠানে কোমলমতি শিশুদের হাতেখড়ি দেন যশোরের বিভিন্ন শ্রেণি পেশার গুণীজনেরা। তাদের অন্যতম প্রবীণ শিক্ষক তারাপদ দাস, যশোর ইন্সটিটিউটটের সাধারণ সম্পাদক রবিউল আলম, শিক্ষানুরাগী জীবন চক্রবর্ত্তী, কল্যাণ সম্পাদক একরাম-উদ-দৌলা, মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্লা, অধ্যাপক সন্তোষ হালদার, সনাকের সভাপতি আবু সালেহ তোতা, ইলাদদাদ খান, ফিরোজ ইকবাল, নাজির আহমেদ, রেজিনা আকতার, ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, প্রণব দাস প্রমুখ।

হাতেখড়ি অনুষ্ঠান উদীচী পরিচালিত অক্ষর শিশু শিক্ষালয়ের শিক্ষার্থী ছাড়াও খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই, সেঞ্চুরি প্রি-ক্যাডেট স্কুল, ওয়াইডাব্লিউসিএ স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর বলেন, শিশুদের শৈশব নষ্ট করা যাবে না। তাদের শিশুর মতো বড় হতে দিতে হবে।

মিলন রহমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।