অস্ট্রেলিয়ার পথে হাঁটেনি কেউ


প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০৯ জানুয়ারি ২০১৬

নিরাপত্তার অজুহাতে পরপর দু`দফা বাংলাদেশ ক্রিকেটকে অপমান করেছে অস্ট্রেলিয়া। এটা শুধু এ দেশের ক্রিকেটেরই নয়, এটা সমগ্র বাংলাদেশের ভাবমূর্তিকে অপমান করা। তবে অস্ট্রেলিয়ার দেখানো পথে হাঁটেনি কোন দল। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে নিয়ে ছিল দুশ্চিন্তা ছিল তাও কেটে গেছে। শুক্রবার এক বিবৃতিতে আইসিসি যুব বিশ্বকাপে ১৬টি দলের অংশগ্রহণ করার কথা নিশ্চিত করেছে।

এদিকে অস্ট্রেলিয়ার পরিবর্তে যুবাদের সবচেয়ে বড় এ আসরে খেলার সুযোগ পেয়েছে আয়ারল্যান্ড। অস্ট্রেলিয়া বাদে বাকি সব খেলুড়ে দেশই অংশ নিচ্ছে। এছাড়া সাতটি সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, কানাডা, ফিজি, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেপাল ও স্কটল্যান্ড।

আগামী ২২ জানুয়ারি এই প্রতিযোগিতার পর্দা উঠবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। আর ২৭ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। বাংলাদেশের মোট চারটি শহর (ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং নারায়ণগঞ্জ) মোট আটটি ভেন্যুতে শুরু হবে এই প্রতিযোগিতা। ১৪ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ফাইনাল দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতা।

আরটি/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।