৮৭ রানের জয় পেল বাংলাদেশ


প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২১ নভেম্বর ২০১৪

সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৮৭ রানের জয় পেল বাংলাদেশ। শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল সফরকারী জিম্বাবুয়ে। খেলতে নেমে শুরুতে ধাক্কা খেলেও সাকিব আল হাসানের সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে ১৮২ রানের টার্গেট দাঁড় করায় জিম্বাবুয়ের সামনে।

শুক্রবারের এই ম্যাচে সেঞ্চুরি করার মাধ্যমে ষষ্ঠ সেঞ্চুরি দেখা পেলেন এই অলরাউন্ডার। কামুঞ্জোজির বলে আউট হওয়ার আগে ১০১ রান করেন তিনি।

অন্যদিকে দারুণ খেলেছেন মুশফিকুর রহিমও। সাজঘরে ফেরার আগে ৬৫ রান করেছেন টেস্ট অধিনায়ক। এ ছাড়া মুমিনুল হকের ব্যাট থেকে এসেছে ৩১ রান। আর অভিষিক্ত সাবির রহমান করেছেন অপরাজিত ৪৪ রান। শেষ অবধি ৭ উইকেট হারিয়ে ২৮১ রান তুলতে সমর্থ হয়েছিল বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের আগে টেস্টে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ৩ টেস্টের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। টেস্টে মুশফিকুর রহিম অধিনায়কত্ব করলেও ওয়ানডেতে বাংলাদেশ মাঠে নেমেছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।