বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পেয়েছেন সাতক্ষীরার আকলিমা


প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৮ জানুয়ারি ২০১৬

কৃষিতে অবদান রাখায় সাতক্ষীরার আকলিমা খাতুন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পেয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে এ পুরস্কার তুলেন দেন। এ সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সারাদেশের ছয়জন নারী ও ২৬ জন পুরুষ এ পদক পেয়েছেন।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত সামছুদ্দীন সরদারের কন্যা আকলিমা খাতুন জাগো নিউজকে বলেন, ২০০৩ সালে খুলনার দৌলতপুর বিএল কলেজ থেকে (ইতিহাস) অনার্স দ্বিতীয় বিভাগে পাস করে চাকরির আশা ছেড়ে দিয়ে পিতার ৫ বিঘা জমিতে হাল চাষ শুরু করেন। চার বোনের মধ্যে তিনি ছোট।

২০০৭ সালে পিতার মৃত্যুর পর ৭০ বছর বয়সী মা সুফিয়া খাতুনকে নিয়ে পিতার কুঁড়েঘরে জীবনযাপন করেন। এলাকার প্রায় ২৫০ জন নারীকে নিয়ে পাকুড়িয়া নারী উন্নয়ন ক্লাবের মাধ্যমে হাঁস, মুরগী, গরু, ছাগল পালনের পরামর্শ দিয়ে গ্রামের পিছিয়ে পড়া নারীদের সচেতন করে গড়ে তুলতে কাজ শুরু করেন।

"
তিনি আরও জানান, পদক পেয়ে তিনি খুব খুশি। আজীবন পিছিয়ে পড়া নারীদের উন্নয়ন ও স্বাবলম্বী করতে কাজ করে যাবেন। হাঁস, মুরগী, গরু, ছাগল পালন, রোগ বালাই দমন, বাড়ির চারপাশে সবজি চাষ, জৈব সার প্রস্তুত, নিজের জমি নিজেই চাষ করে ধান উৎপন্ন, আগাছা দমন, ধান ও পাট কর্তন, সার কীটনাশক ছিটানো, খেজুর গাছের রস সংগ্রহ করে গুড় তৈরি সবই পারেন আকলিমা।

কৃষিতে নারীর অংশগ্রহণ জরিপে ২০০৫ সালে খোরদো বাজার ইউনিয়ন পরিষদ চত্বরে গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে পুরস্কার পান তিনি। অবশেষে কৃষকদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান, আধুনিক চাষ-আবাদ কম জমিতে বেশি ফলন, কৃষিতে নারীর অবদানে স্বর্ণপদক পেলেন সাতক্ষীরার এ নারী।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।