ক্রিকেটে ফেরার ক্ষণ গুনছেন আশরাফুল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে ম্যাচ গড়াপেটা (ফিক্সিং) করায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে শর্তসাপেক্ষে দুই বছর আগেই ক্রিকেটে ফিরতে পারবেন এ তারকা।
আর সেই শর্ত পুরণে ইতোমধ্যেই নানারকম জনসচেতনামূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন তিনি। শুক্রবার হবিগঞ্জের একটি খাবার সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান উদ্বোধনকালে আবার ক্রিকেটে ফেরার কাথা জানান আশরাফুল।
আশরাফুল বলেন, ‘আমি আবার ক্রিকেটে ফিরছি। যদি সুস্থ থাকি আরও ১০/১৫ বছর খেলতে পারব বলে আশা রাখি। আগামীতে ক্রিকেটে ফিরে সুস্থভাবে আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। আমার ভক্তবৃন্দকে আরও সুন্দর সুন্দর ইনিংস উপহার দেব। ’
সিলেটবাসীদের প্রশংসা করে আশরাফুল আরও বলেন, ‘সিলেটে আমার সবচেয়ে বেশি ভক্ত রয়েছে। সিলেটবাসীর ভালোবাসা ও অনুপ্রেরণায় আমাকে প্রতিনিয়ত উৎসাহ যুগিয়েছে। তাই আমি সিলেটকে আমার বাড়ি মনে করি। ক্রিকেটকে আমি প্রচণ্ড ভালোবাসি। আমি নিষেধাজ্ঞা মুক্ত হয়ে আগামী আগস্ট থেকে আবারও হাজির হব ক্রিকেট খেলতে।’
বাংলাদেশ দল সম্পর্কে আশরাফুল বলেন, ‘বিশ্বের কাছে ক্রিকেট এখন একটি জনপ্রিয় খেলা। আর এ ক্রিকেটের মাধ্যমেই বিশ্বের কাছে বাংলাদেশিরা টাইগার হিসাবে পরিচিতি পেয়েছে।’
আরটি/এএইচ/এমএস